‘নিরাপদে থাকার জন্য শেখ হাসিনাকে ভোট দিন’ -নিজাম উদ্দিন হাজারী এমপি
- Updated Nov 15 2023
- / 431 Read
নুর উল্লাহ কায়সার/আজিজ আল ফয়সাল:
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতাভোগীদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে। আর যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে আপনাদের সামাজিক কর্মসূচির ভাতা বন্ধ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করেছিলো। কিন্তু বিএনপি সরকার এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলো।
গতকাল মঙ্গলবার বিকালে ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুফলভোগীদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলেও আপনাদের সাথে আছি; না দিলেও আপনাদের পাশে থাকবো। আপনারা দেখেছেন ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করছেন; আর বিএনপি জামায়াত ঢাকায় নাশকতা চালিয়ে পিটিয়ে পুলিশকে হত্যা করেছে। শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করে যাচ্ছে; আর বিএনপি জামায়াত অবরোধ দিয়ে মানুষকে বন্দি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই এদেশের মানুষ নিরাপদ থাকবে; আপনারা নিরাপদ থাকবেন। আজকের পর থেকে ফেনীর কোথায়ও যাতে বিএনপি জামায়াত সাধারণ মানুষের কোন ক্ষতি করতে না পারে সে দিকে সবাই সজাগ থাকবেন। আমরা শান্তি চাই; নিরাপদে বসবাস করতে চাই। নিরাপদে থাকতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেবেন।
ফেনী সদর উপজেলা পরিষদ ও ফেনী পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ পিপি, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ উদ্দিন মাস্টার, প্রতিবন্ধী ভাতাভোগী শহীদুল ইসলাম, বিধবা ভাতাভোগী কল্পনা রানী দাস, বয়স্ক ভাতাভোগী শফিকুর রহমান ও গোলাম রসুল প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত